আনন্দ নয় জীবন বাঁচানোর সংগ্রামে ছিন্নমূল ক্ষুধার্ত মানুষ
- আপডেট সময় : ০৪:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ঈদে আনন্দ নয়, জীবন বাঁচানোর সংগ্রামে রাজধানীর বিভিন্ন মোড়ে খাবারের সন্ধানে দাঁড়িয়ে থাকছেন ক্ষুধার্ত মানুষগুলো। রাস্তার দ্বারে জটলা বেধেঁ বসে থাকা নারী-পুরুষ,বৃদ্ধ-বৃদ্ধা এবং ছোট্র শিশুরা কোন প্রাইভেটকার বা দামী গাড়ী আসতে দেখলেই জানালায় হুমড়ি খেয়ে পড়ছেন। ভাসমান এসব মানুষের আর্তনাত, তারা সরকারী ত্রান সামগ্রী থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই তাদের ঈদ আনন্দও ধুঁয়ে মুছে গেছে।
একটু সহানুভূতির জন্য এভাবে রাস্তায় দাঁড়িয়ে রাজধানীর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। করোনার কারণে আয়ের পথ বন্ধ থাকায়, জীবন বাচিয়ে রাখতেই হিমসিম খাচ্ছেন তারা। ৬৫ বছর বয়সী কিশোরগঞ্জের আমবিয়া খাতুন, স্বামী মারা গেছে অনেক আগেই। থাকেন রাজধানীর কুনিপারা বস্তিতে। মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন। করোনায় কাজ বন্ধ। সন্তানদের নিয়ে চরম বিপাকে তিনি। এরই মধ্য আরার ঈদ,করোনা পরিস্থিতিতে ঈদ আনন্দ হয়েছে ম্লান।
আমবিয়া খাতুনের মত অনেকেরই জীবন ঝুলে গেছে করোনার থাবায়। নিজেদেরতো দুরের কথা সন্তানদের জন্যও কিনে দিতে পারেনি নতুন জামা কাপড় । এমনকি বাসায় রান্নাও করতে পারেনি ভালো কোন খাবার।রাস্তায় ত্রাণের জন্য প্রহরগুণা অভুক্ত মানুষ গাড়ি দেখলেই ছুটে আসেন খাবারের আশায়। ক্ষুধার তাড়নায় রাস্তায় নামার কথা জানান অনেকে।জীবনে অন্যের কাছে হাত না পাতালেও করোনা যুদ্ধে হেরে যাওয়া অনেকেই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন, হাত পেতেছেন ত্রাণের আশায়।