আনুষ্ঠানিকভাবে ইউক্রেন ও মলদোভা পেল ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থীর মর্যাদা
- আপডেট সময় : ০৮:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আনুষ্ঠানিকভাবে ইউক্রেন ও মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থীর মর্যাদা দিয়েছে ২৭ দেশের জোটটি। বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল এই ঘোষণা দিয়েছেন।
ইউরোপিয়ান কাউন্সিলের এই সিদ্ধান্ত গ্রহণকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নে আবেদনের পর প্রার্থী হতে ১০ বছর সময় লেগে যায়। নাটকীয়ভাবে খুব তাড়াতাড়ি ইউক্রেন এই মর্যাদা পেতে চলেছে। ২৪ ফেব্রুয়ারি বিনা উস্কানিতে ইউক্রেনের ওপর রাশিয়া হামলা করে। এরপরেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হওয়ার জন্য আবেদন করে। পাঁচ মাসের মধ্যেই ইউক্রেন সেই মর্যাদা পেতে চলেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
পূর্ব ইউক্রেনের ডনবাসে রাশিয়া ও ইউক্রেন সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। রুশ বাহিনী সেভেরোদোনেতস্ক এবং লিসিচানস্ক অঞ্চল দখল নিতে হামলা জোরদার করেছে।
এরই মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ দাবি করেছেন, ডনবাসে অন্তত ২ হাজার ইউক্রেন সেনাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে দেশটির বাহিনী। আজ এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ওই মুখপাত্র বলেন, হিরস্কে যে ২ হাজার জনকে অবরুদ্ধ করা হয়েছে, তার মধ্যে অন্তত ১ হাজার ৮শ’ জন ইউক্রেনের সেনা, ১২০ জন নাৎসি, ৮০ জনের বেশি ভাড়াটে সেনা। এছাড়া ৪০টির বেশি সাঁজোয়া যুদ্ধ যান, ৮০টি বন্দুক ও মর্টার জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় ৪১ সেনা আত্মসমর্পণ করেছে।