আন্তঃদেশীয় সংঘবদ্ধ পাচারচক্রের মূল হোতা বাদশা ও রাজিব গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আন্তঃদেশীয় সংঘবদ্ধ পাচারকারী চক্রের দু’জনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর-রশিদ। তিনি বলেন, যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয় চক্রের মূলহোতা বাদশা ও রাজিব মোল্লাকে। ইতালি নেয়ার কথা বলে বাদশার সাথে ৭ লাখ টাকার চুক্তি হয় সফিকুল ইসলামের। তাকে প্রথমে দুবাই, সেখান থেকে সিরিয়া এরপর লিবিয়া নিয়ে গেলেও ইতালীতে পৌঁছাতে পারেনি সফিকুল। পদে পদে নির্যাতনের শিকার হয়ে লিবিয়ার বেনগাজিতে তাকে জিম্মি করে আরো ৫ লাখ টাকা দাবি করে। ভুক্তভোগী সফিকুল গোপনে এসব তথ্য তার পরিবারকে জানালে ২৭ অক্টোবর যাত্রাবাড়ী থানায় মানবপাচার আইনে মামলা হয়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ পাচারকারী চক্রের দুই সদস্য বাদশা ও রাজিব মোল্লাকে গ্রেফতার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ।