আন্ত:জেলা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে
- আপডেট সময় : ০৫:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গত ছ’মাস ধরে আন্ত:জেলা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে ধূলা আর বর্ষায় পানি-কাদায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ চরমে উঠে। সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় কোন কাজে আসছে না বলে অভিযোগ করে সংশ্লিষ্টরা।
এটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস মোড়। এখানে একটি রাস্তা দিয়ে শহরে প্রবেশ, আরেকটি বেরিয়ে যাওয়ার। কিন্তু গত ছয়মাস যাবত বামপাশের সড়কটির অন্তত ২০টি স্থানে ছোট বড় খানা খন্দের সৃষ্টি হওয়ায় যানবাহনগুলো একমুখী হয়ে চলছে। এতে দুর্ঘটনা যেমন বৃদ্ধি পেয়েছে।তেনমনি দুর্ভোগও পোহাচ্ছেন এলাকাবাসী।
প্রায় শত কোটি টাকা ব্যায়ে মাত্র দুই বছর আগে সংস্কার করা হয় সড়কটি। এ সময় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী সওজ কর্তৃপক্ষকে বাঁধা দিলেও কানে নেয় নি তারা।এতে করে যানজট সৃষ্টির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন চালকরা।
সড়কটি সংস্কারে মান বজায় রেখে কাজ চলছে বলে জানান সওজের এই নির্বাহী প্রকৌশলী।
দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।