আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ময়মনসিংহের ৫ আসামির যাবজ্জীবন
- আপডেট সময় : ০২:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ময়মনসিংহের পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ মামলার রায় ঘোষণা করে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
দণ্ডিত আসামিরা হলেন– মো. হরমুজ আলী, মো. আব্দুস সাত্তার, খন্দকার গোলাম রব্বানী, খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও মো. ফখরুজ্জামান। তাদের মধ্যে ছাব্বির ও ফখরুজ্জামান পলাতক।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, গুম ও অপহরণের মত মানবতাবিরোধী অপরাধের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।
এ মামলার আসামি ছিলেন মোট ৮ জন। তাদের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে কারাগারে মারা গেছেন তিনজন। এরা হলেন, জাতীয় পার্টির সাবেক সাংসদ এমএ আব্দুল হান্নান, তার ছেলে রফিক সাজ্জাদ ও মিজানুর রহমান মিন্টু।
২০১৫ সালের ১৯ মে ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এই মামলা দায়ের করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে মামলাটি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়।