আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার র্যাবের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- রেবের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে গুম নির্যাতন ও মিথ্যা মামলায় ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে ৬ রেব কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন ডা. ইসরাত রফিক ঈশিতা। এদিন জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৭১ জনকে অভিযুক্ত করে পৃথক একটি অভিযোগও গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন রেব। একসময় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখা এই বাহিনীর ভাবমূর্তি বিগত সরকারে সময় হয়েছে প্রশ্নবিদ্ধ। গুম খুনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০২১ সালের ১০ মার্কিন নিষেধাজ্ঞার মুখে পরে রেব এবং এর শীর্ষ কর্মকর্তারা। যা এখনো বহাল আছে।
সেই ধারাবাহিকতায় আবারো সমালোচনার মুখে রেব। এবার অভিযোগ উত্থাপন করলেন একজন চিকিৎসক, নাম যার ডা. ইসরাত রফিক ঈশিতা। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ৬ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সময় তিনি জানান, রেব হেডকোয়াটারে তার উপর নির্যাতনের কথা।
এসময় দায়ের করা অভিযোগ গ্রহণ করার হয়েছে জানিয়ে খতিয়ে দেখা হবে বলে জানান চীফ প্রসিকিউটর।
গুমের তদন্তে অন্তবর্তী সরকারে গঠিত কমিশন ট্রাইব্যুনালের কাজে বাঁধা হবে না বলেও জানান তিনি।
এদিন গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে নিহত ডাক্তার সজীবের বাবা ও বোন আসেন ট্রাইব্যুনালে। গণহত্যার প্রধান আসামী হিসেবে শেখ হাসিনাসহ ৭১ জনকে অভিযুক্ত করে দায়ের করা অভিযোগও গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।