আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি
- আপডেট সময় : ০৮:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন ও গুলিসহ আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজধানীর দারুস সালাম এলাকার বেড়িবাঁধে অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করা হয তাদের়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন এ সব তথ্য জানান, ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, প্রায় ৭ বছর ধরে ভারত থেকে অস্ত্র এনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে তারা। ইতোমধ্যে এ চক্র ২শ’ অস্ত্র বিক্রি করেছে বলেও জানান হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, রাজধানীতে প্রবেশের সময় মিরপুর বেড়িবাঁধ এলাকায় অস্ত্র ব্যবসায়ীদের প্রাইভেটকার গতিরোধ করে গোয়েন্দা পুলিশ। তল্লাশি করে চক্রের প্রধান আকুল হোসেনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ২০১৪ সাল থেকে আকুল নিজেই দুই শতাধিক অস্ত্র বিক্রি করে। ভারত থেকে অস্ত্র কিনে বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে দেশে ঢুকতো তারা । এরপর অস্ত্র ঢাকা, যশোর, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো এ চক্রটি।
চক্রের গ্রেফতারকৃত সদস্যরা গোল্ড স্মাগলিং, ইয়াবাসহ মাদকের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান এ পুলিশ কর্মকর্তা।