আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পদ্মায় মাছ শিকারে ভারতীয় জেলেরা
- আপডেট সময় : ০৪:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পদ্মা নদীতে ভারতীয় জেলেদের মাছ শিকার নিত্যদিনের ঘটনা। ইচ্ছেমতো নদীতে ঘুরে ঘুরে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে তারা। অথচ প্রজনন মওসুমের কারণে সরকারের নিষেধাজ্ঞা থাকায়, পদ্মায় নামতেও পারছেন না বাংলাদেশের জেলেরা। মৎস্য কর্মকর্তারা বলছেন, ভারতীয় জেলেদের এমন উৎপাত কিছুতেই ঠেকানো যাচ্ছে না।
রাজশাহীর চারঘাটের পদ্মা পাড়ের জেলে সিদ্দিকের বয়স এখন সত্তরের কাছাকাছি। ছোট বেলায় এ পদ্মা নদীতেই বাবার সাথে নৌকায় ঘুরে ঘুরে ইলিশ ধরেছেন। দীর্ঘ জীবনটাই কাটিয়ে দিয়েছেন ইলিশ শিকারের নেশায়। ইলিশেই মিটতো পরিবারের ভরন পোষণ। কিন্তু সরকারী নিষেধাজ্ঞা থাকায় হাত গুটিয়ে অলস সময় কাটাচ্ছেন এখন। অথচ আইনের তোয়াক্কা না করেই বাংলাদেশের জলসীমায় এসে পদ্মার ইলিশ তুলে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা।
পদ্মায় বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় জেলে প্রণব মণ্ডলকে আটক করায় বিএসএফের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়।
মৎস্য কর্মকর্তারা বলছেন, প্রতি বছরই যখন বাংলাদেশের জেলেরা প্রজনন মওসুমে ইলিশ শিকার থেকে বিরত থাকেন, তখনই পদ্মায় ঢল নামে ভারতীয় জেলেদের।
বিজিবির দায়ের করা মামলায় ভারতীয় জেলে প্রণব এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে।