আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা লেন্ডল সিমন্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটার লেন্ডল সিমন্স। ক্রীড়া সংস্থা ১২৪ নটআউটের ইন্সটাগ্রাম আইডির মাধ্যমে সিমন্সের অবসরের খবর নিশ্চিত করা হয়।
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ৬৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন সিমন্স। তিন ফরম্যাট মিলিয়ে ২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে সিমন্সের ঝুলিতে। মোট রান সংখ্যা ৩ হাজার ৭৬৩। ২০২১ সালের অক্টোবরে শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামেন তিনি। দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল মেরুন জার্সিতে তার শেষ ম্যাচ। ২০০৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সিমন্সের।