আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের
- আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা তিনি। অবসর ঘোষণা দিতে গিয়ে বার বার কান্নায় ভেঙে পড়েন এই ওয়ানডে অধিনায়ক। আফগানিস্তান সিরিজের মাঝেই এমন সিদ্ধান্ত আসায় সিরিজের বাকি দুই ম্যাচেও দেখা যাবে না তামিমকে। মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন তামিম ইকবাল। ফলে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি এই টাইগার ওপেনার। শঙ্কা জাগে ওয়ানডে সিরিজে খেলা নিয়েও। নিয়মিত অনুশীলন চালিয়েও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তামিম। তবুও খেলেছেন প্রথম ওয়ানডেতে। তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা রাগান্বিত হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে এই সংস্করণেই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তামিম। ২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন, সেঞ্চুরি ১৪টি, ফিফটি ৫৬টি।
টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১০টি ও ফিফটি ৩১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম।