আন্তর্জাতিক বিরতি শেষে আবারো মাঠে ফিরছে ক্লাব ফুটবল
- আপডেট সময় : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বিরতি শেষে আবারো মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ১১তম রাউন্ডের ম্যাচে রাতে মাঠে নামবে পিএসজি। বাংলাদেশ সময় রাত ২টায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মোনাকো।
বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে এখনো দলের সঙ্গে যোগ দেননি পিএসজির তিন ফুটবলার ডি মারিয়া, মারকুইনহোস ও পারদেস। তাইতো এ ম্যাচে খেলা হচ্ছে না তাদের। অনিশ্চয়তা আছে নেইমারকে নিয়েও। ইনজুরিতে আগেই ছিটকে গেছেন ময়েস কেইন, ভেরাত্তি, ইকার্দি, ড্রাক্সলার’রা। তাই সেরা একাদশ সাজাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে থমাচ টাচেলকে। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান পিএসজি’র। ১৭ পয়েন্ট নিয়ে মোনাকো আছে ছয়ে। সাসপেশন আর ইনজুরির থাবা আছে মোনাকো শিবিরেও। হ্যামস্ট্রিং সমস্যায় তারা পাচ্ছে না আলেক্সজেন্ডার গলোভিনকে। এর আগে দু দলের ৫৬ বারের দেখায় পিএসজির ২৮ জয়ের বিপরীতে ১৯ বার জিতেছে মোনাকো।