আন্তর্জাতিক বিরতি শেষে আবারো মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বিরতি শেষে আবারো মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই বিগ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায়।
পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি স্পারদের চেয়ে পিছিয়ে থাকলেও, হেড টু হেড পরিসংখ্যান বলছে, গেল ৬ ম্যাচে সিটিজেনদের জয় আছে তিনটিতে। অন্যদিকে, স্পারদের জয় দুটি। বাকি একটি হয়েছে ড্র। তবে, ইপিএলে নিজেদের শেষ ৫ ম্যাচে আর্সেনাল ও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে আলাদা ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় ছাড়া বাকি সব ম্যাচেই ড্র করেছে পেপ গার্দিওলার দল। তাই ম্যাচটি চ্যালেঞ্জিং হবে সিটিজেনদের জন্য। এ ম্যাচে ফিরছেন সার্জিও অ্যাগুয়েরো। সেই সঙ্গে ডি ব্রুইনি, স্টার্লিং ও জেসুসরা আছেন জ্বলে ওঠার অপেক্ষায়। অন্যদিকে, শেষ ৫ ম্যাচের চারটিতে জয় পাওয়া টটেনহাম এ ম্যাচে নামবে আত্মবিশ্বাসী হয়ে।