আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশের শহীদ মিনারে শ্রদ্ধা
- আপডেট সময় : ০৫:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় দুর্নীতিমুক্তর পাশাপাশি সর্বস্তরে বাংলা প্রচলনের দাবি জানানো হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকে।
একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের গার্ড অব অনার ও পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান বন্দর নগরীর সর্বস্তরের মানুষ। নগরীর মিউনিসিপ্যাল স্কুলে প্রধান আনুষ্ঠানিকতায় পুস্পস্তবক দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র এম রেজাউল করিম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভোর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শহীদ মিনারে ঢল নামে নানা শ্রেণী ও পেশার মানুষের।
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত হয়। প্রথম প্রহরে ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রথম ফুল দিয়ে দিবসের সূচনা করেন।
খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন সিটি মেয়র, বিভাগীয় ও জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রংপুরের বিভাগীয় কমিশনার সাবেরুল ইসলাম।
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্যসহ অন্যরা।
একুশের প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রিয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ১২টা ১মিনিটে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে বগুড়াতে পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি।আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।
একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতারা।
কুষ্টিয়ায় ২১ শের প্রথম প্রহরে জেলা প্রশাসন বিভিন্ন সরকারী কর্মকর্তাদের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পামাল্য অর্পণ শেষে সকালে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে নতুন শহীদ মিনার উদ্ধোধন শেষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পাবনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু।
এছাড়াও বাগেরহাট, কুড়িগ্রাম, চাঁদপুর, জয়পুরহাট, নরসিংদী, নোয়াখালী, সাতক্ষীরা, মুন্সীগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, পটুয়াখালী, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মেহেরপুর,ঝিনাইদহ, নওগা, পিরোজপুরসহ অনেক জেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।