আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহবান
- আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা স্বেচ্ছায় যেতে চেয়েছে কেবল মাত্র তাদেরই স্থানান্তর করা হচ্ছে, কোন ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।
সরকারি বাসভবনে সকালে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী টেকনাফ – উখিয়ায় আশ্রয় নেয়ায় তাদের ভরণপোষণ বাংলাদেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সরকার বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশি শক্তির কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে, বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার জন্য বিএনপি বিদেশী শক্তির দারস্থ হয়, আওয়ামী লীগ নয়। করোনার টিকার আসার আগেই বিএনপিসহ নানা মহল এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, জনগনকে সতর্ক থাকতে হবে।