আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে

- আপডেট সময় : ০২:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।হামলায় অন্তত ৩০ শিক্ষার্থীসহ আহত হয়েছেন তিন শিক্ষকও।ধর্ষণের ঘটনায় জড়িতদের সহযোগীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
গতকাল বিকাল প্রথম দফায় ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন আহত হন। পরে সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। পুলিশ, শিক্ষার্থীরা জানায়, বিকাল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেও সড়ক থেকে সরেননি শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।