আন্দোলনের জেরে ফাইন্যান্স কমিটির সভা স্থগিত করলেন রা.বি উপাচার্য
- আপডেট সময় : ০৩:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আন্দোলনের জেরে মেয়াদের শেষ ফাইন্যান্স কমিটির সভা স্থগিত করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। দুর্নীতিবিরোধী প্রগতিশীল শিক্ষক সমাজের দাবীর মুখে সরে দাঁড়ান তিনি।
এর আগে সকাল থেকে বিভিন্ন দাবিতে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় সংক্ষুব্ধরা। এতে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য। উপাচার্য আধ্যাপক আব্দুস সোবহানের মেয়াদ শেষ হচ্ছে ৬ মে। এর আগে ফাইন্যান্স কমিটির নির্ধারিত সভা হওয়ার কথা ছিল রোববার সকালে। কিন্তু দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের অভিযোগ, বিদায়ের আগে উপাচার্যের আর্থিক দুর্নীতির বৈধতা পেতেই ফাইন্যান্স কমিটির সভা ডাকা হয়েছিল। তবে শিক্ষকদের বিরোধিতার মুখে সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। এদিকে, চাকরির দাবিতে সকাল থেকে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও নিয়োগ দেন নি উপাচার্য।