আন্দোলনের নামে কারো গায়ে হাত তুললে ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সরকার বিরোধী আন্দোলনের নামে কারো গায়ে হাত তুললে, কোন ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা.. কখনো আন্দোলন হতে পারে না। অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক খন্ডচিত্র উপস্থাপন করা হয়।
২০১৩, ২০১৪, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে বিএনপি জামায়াতের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অডিও ভিজুয়্যাল ক্লিপ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
মর্মস্পর্শী দৃশ্যের উপস্থাপন ও স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে জাতীয় জাদুঘর মিলনায়তনের পরিবেশ ।
পরে মঞ্চে থাকা নিহত ও আহতদের স্বজনদের খোঁজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন অনেকেই।
সরকার প্রধানের কাছে অপরাধীদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনহারা মানুষ ।
ভারাক্রান্ত মন নিয়ে বঙ্গবন্ধু কন্যা জানান, ১৫ আগস্টের কারণে তিনিও জানেন স্বজনহারা বেদনা কতটা গভীর ও কষ্টদায়ক।
অপরাধীদের বিচার চলমান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের হুকুমদাতারাই আসল অপরাধী।
মানুষ পুড়িয়ে হত্যা কোনভাবে আন্দোলনের অংশ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আন্দোলনের নামে নিরিহ মানুষের উপর হামলা বরদাশত করা হবে না বলে হুশিয়ারি দেন সরকার প্রধান।
বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত স্বজনদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস নয়, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।