বিএনপি মানুষের জীবন এবং সম্পদহানী ঘটিয়ে জুলুম-অত্যাচার চালাচ্ছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে বিএনপি মানুষের জীবন এবং সম্পদহানী ঘটিয়ে জুলুম-অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বাসভবন থেকে গণমাধ্যমে ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি। অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরকার জুলুম করছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, দেশে রাজনৈতিক মুখোশের আড়ালে জুলুমতন্ত্র বিএনপিই কায়েম করেছিলো।
জনস্বার্থে ও শর্ত সাপেক্ষে গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
গণপরিবহণ থেকে করোনা সংক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান আওয়ামী লীগের এই নেতা।