আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি কল্যাণ বয়ে আনবে না : রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৭:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৮৫৮ বার পড়া হয়েছে
গণতন্ত্র বিপন্নকারী অশুভ শক্তিকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কোন দেশের জন্যই কল্যাণকর হতে পারে না।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার পাশাপাশি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে শামিল হতে সকলের প্রতিও আহবান জানান রাষ্ট্রপতি। বিকেলে জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর বিশেষ অধিবেশনের স্মারক বক্তৃতায় একথা বলেন মোহাম্মদ আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ আজ সুরক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
৭ এপ্রিল জাতীয় সংসদের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম।এতে যোগ দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ সংসদ সদস্যরা।
৩টা ৫মিনিটে জাতীয় সংসদের ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সংসদ অভ্যন্তরে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বিউগলে বেজে উঠে আগমনী সুর।
বিশেষ অধিবেশনের রাষ্ট্রপতি হিসেবে শেষ ভাষণের শুরুতেই স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদদের। স্মৃতিচারণ করেন, প্রথম সংসদ অধিবেশনে যোগ দেয়ার মহূর্তটিকে।
তিনি বলেন, গণতন্ত্র আমদানি বা রপ্তানিযোগ্য কোনো পণ্য সেবা নয়। চর্চার মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত ও শক্তিশালী হয়।
রাষ্ট্রপতি বলেন, কেবল গণতান্ত্রিকভাবে নির্বাচিতরাই সংসদে জনগণের প্রতিনিধিত্ব এবং জনগণের নিকট জবাবদিহি নিশ্চিত করতে পারে।
বক্তব্য শেষে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় সংসদ থেকে বের হন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।