আন্দোলনের নামে সহিংসতা করলে কড়া জবাব : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে দেশে যে কোনো সহিংসতার সমুচিত জবাব দেয়া হবে বলে বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। ইতিহাসের প্রয়োজনেই শেখ হাসিনার জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিলেন উচ্ছ্বসিত।
দিনটি উপলক্ষে আলোচনা সভা করে আওয়ামী লীগ। সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন দলের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন তারা।
এসময় বিএনপির তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির সমালোচনা করেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের সীমানা পেরিয়ে বিশ্বনেতাদের কাতারে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবও দেন তিনি।
এছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে দলের ত্যাগী কর্মীদের মূল্যায়নের জন্য আবারও তাগিদ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।