আন্দোলনের নামে সহিংসতা করলে আ’লীগ সমুচিত জবাব দেবে : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে সহিংসতা করলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি।
সেতু ভবনে ব্রিফিংয়ে বিএনপি নেতাদের এ হুঁশিয়ার দেন ওবায়দুল কাদের। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্তে মেতেছে বলে জানান ওবায়দুল কাদের। বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। বিএনপির সরকার পতনের গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাস্তবতার সাথে বিএনপি নেতাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, দেশে গণঅভ্যুত্থান হওয়ার মত পরিস্থিতি নেই।