আন্দোলনে ব্যর্থ হয়ে পুলিশ ও নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আন্দোলনে ব্যর্থ হয়ে পুলিশ ও নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি। সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। জনগণকে জিম্মি করে কোন কর্মসূচি দেয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে, বিএনপিকে ইহুদীপন্থী দল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বৃহস্পতিবার সকালে ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘ্টনার কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোন অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত বড় জনপ্রতিনিধিদেরও ছাড় দেয়া হবে না।
ওবায়দুল কাদের বলেন, অব্যাহত ব্যর্থতা আর ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে বিএনপি এখন দিশেহারা, তাই তাদের এখন ইতিবাচক রাজনীতিতে ফিরে আসা জরুরি।
এদিকে, অনলাইনভিত্তিক সংগঠন ফোর্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আল-জাজিরার প্রতিবেদনে উঠে আসা ইসরাইল থেকে সরকারের অস্ত্র কেনা প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।