আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে সরকার : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
চলমান আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, কিছু হলেই বিএনপি কাঁধে দায় চাপায় সরকার। বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় সরকার ও আওয়ামী লীগ দায় এড়াতে পারে না। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতি আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা। সম্প্রতি আগুন নিয়ে সরকার নতুন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।