আপাতত ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকার আদেশ দিয়েছে কর্নাটক হাইকোর্ট
- আপডেট সময় : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আপাতত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেকোন ধরনের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকার আদেশ দিয়েছে কর্নাটক হাইকোর্ট। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এক শিক্ষার্থী ।
তার দাবি, হিজাব পরা থেকে বিরত থাকতে বলে মুসলিম মহিলাদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। সেইসঙ্গে হাইকোর্টের রায় এবং তিন বেঞ্চের শুনানির উপর স্থগিতাদেশেরও অনুরোধ জানায় ওই শিক্ষার্থী । আজ সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবী বলেন মামলার জরুরি ভিত্তিক শুনানি দরকার। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেয়। এদিকে কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট গার্লস প্রি-ইউনিভার্সিটি কলেজে হিজাব পরার দাবিতে আন্দোলন করা ৬ মুসলিম ছাত্রীর ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁসের অভিযোগ উঠেছে। উদুপির পুলিশ সুপার এন বিষ্ণুবর্ধনের কাছে অভিযোগ দায়েরের পর ওই ৬ ছাত্রীর একজনের অভিভাবক বলেন, তার মেয়ে ও তার বান্ধবীদের নাম, ফেসবুক অ্যাকাউন্ট, মোবাইল নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য অনলাইনে ছড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। ভবিষ্যতে তাদের হুমকি দিতে এসব তথ্য ব্যবহার করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।