আপিল খারিজ, জামায়াতে নিবন্ধন বাতিলের রায় বহাল
- আপডেট সময় : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে জামায়াত আইনজীবীর সময় চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, আপিল বিভাগের এই সিদ্ধান্তের কারণে নিবন্ধিত দল হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারিয়েছে জামায়াতে ইসলামী।
মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নেতাদের সর্বোচ্চ শাস্তি হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রশ্ন উঠে রাজনৈতিক অঙ্গেনে। ২০০৮ সালে বাংলদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নির্বাচন কমিশন সাময়িকভাবে দিলেও এর বৈধতার প্রশ্নে রিট করে বাংলদেশ তরিকত ফেডারেশন। ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। প্রায় ১ দশক পর রাজধানীতে সমাবেশের অনুমতি চায় জামায়াত। এরপরই সভা, সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে জামায়াতকে বিরত রাখতে নিষেধাজ্ঞা চেয়ে আদালত অবমাননার অভিযোগে পৃথক দুটি আবেদন করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন।
পরে ১২ নভেম্বর আলোচিত এই মামলার শুনানীর দিন ঠিক হলেও ওই দিন সময় চেয়ে আবেদন করেন জামায়াতের আইনজীবী। পরে ১৯ নভেম্বর শুনানির দিন ধার্য্য করে আপীল বিভাগ। এদিন একই কারণ দেখিয়ে পুনরায় সময় চেয়ে আবেদন করে জামায়াতের আইনজীবী। বার বার কালক্ষেপনের কারণে জামায়াত আইনজীবীর প্রতি সমালোচনা করার পাশাপাশি হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিল বাতিল ঘোষণা করে সর্বোচ্চ আদালত। নিবন্ধন বাতিল হলেও কর্মসূচি পালনে বাধা নেই জানান বাংলাদেশ জামায়াতের ইসলামীর এই নেতা।