আফগানিস্তানের পানশির উপত্যকা দখলে অভিযান শুরু তালেবানের
- আপডেট সময় : ০৮:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
এবার আফগানিস্তানের পানশির উপত্যকা দখলে অভিযান শুরু করেছে তালেবান। ক্ষমতা দখলের পরও, তালেবানদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে পানশির উপত্যকা। এ নিয়ে আলোচনায় বসার আহবান জানিয়েছেন, অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়া আহমদ মাসুদ। শান্তিপূর্ণভাবে এটি হস্তান্তরের আহবানে এখনো সাড়া দেয়নি আহমদ মাসুদ বাহিনী। তাই অঞ্চলটি কব্জায় নিতে অভিযানে নেমেছে কয়েক হাজার তালেবান যোদ্ধা।
আফগানিস্তানের প্রায় সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও এখনো পানশির দখলে নিতে পারেনি তালেবান। সেখান থেকেই প্রতিরোধের ডাক দিয়েছেন আশরাফ ঘানি সরকারের ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। রোববারও চারপাশের ৩টি জেলা তালেবানের দখলমুক্ত করে এই জোট। এদিকে আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। গতকাল এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি বলছে, তারা দুজনই যে কোনো সময় সম্পূর্ণ নিরাপদে দেশে ফিরতে পারবেন। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের শীর্ষ নেতা খলিলুর রহমান হাক্কানি বলেছেন, আশরাফ ঘানি ও আমরুল্লাহ সালেহের সঙ্গে তালেবানের কোনো শত্রুতা নেই। আর একই কাতারে পড়বেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুলিল্লাহ মহিবও।