আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও চট্টগ্রামের উইকেট নিয়ে অভিযোগ নেই তাওহিদ হৃদয়ের
- আপডেট সময় : ০২:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও চট্টগ্রামের উইকেট নিয়ে অভিযোগ নেই তাওহিদ হৃদয়ের। বরং দলের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস এই ব্যাটারের। এমনকি সিরিজ জেতাও সম্ভব বলে মনে করেন তাওহিদ হৃদয়।
বৃষ্টি–কখনো আশীর্বাদ হয়, কখনো হয় অভিশাপ।
তবে, বৃষ্টিকে আশীর্বাদ বানাতেও প্রয়োজন ক্রিকেটীয় সামর্থ্যের। যেখানে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। আরও নির্দিষ্ট করে বললে টাইগারদের বাজে ব্যাটিং, অন্তত এই ম্যাচে।
তামিম, লিটন, শান্তদের বাজে ব্যাটিংয়ে কেদেছে চট্টগ্রামের আকাশ। ভেঙ্গেছে কোটি টাইগার ভক্তের হৃদয়। নিজেদের প্রিয় ফরম্যাটে কেন এমন অসহায় আত্মসর্ম্পন?
তবে, হাল ছাড়তে নারাজ তাওহিদ হৃদয়। ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস। চোখেমুখে এখনও সিরিজ জয়ের স্বপ্ন।
অন্যদিকে, প্রথম ওয়ানডে জিতে নির্ভার এবার সিরিজের জয়ের স্বপ্নে বিভোর আফগানিস্তান।
শনিবার সিরিজ জয় আর সিরিজে ফেরার ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।