আফগানিস্তানে তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াইয়ে ২৬১ তালেবান নিহত
- আপডেট সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানে তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াইয়ে ২৬১ তালেবান নিহত হয়েছে। উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসকে তাদের শত্রু বলে অভিহিত করেছেন আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
গজনি এবং কান্দাহারের বিভিন্ন স্থানে তীব্র লড়াই চলছে। গত ২৪ ঘণ্টায় তালেবান বামিয়ান প্রদেশের সায়ঘান, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন এবং খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে। এসময়ের মধ্যে দেশের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের ২৬১ জনকে হত্যার দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই তালেবানের বিভিন্ন এলাকার দখল নেয়া শুরু করে। সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই এলাকার পর এলাকা দখল আরও জোরদার করে তারা। সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে। এদিকে, এক সাক্ষাৎকারে আফগানিস্তানের তালেবান মুখপাত্র বলেছেন, আইএস আমাদের শত্রু এবং সব মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী। এছাড়া, আফগান সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য কাতারে প্রতিনিধিদল পাঠিয়েছে তালেবান। দোহায় অনুষ্ঠিতব্য প্রতিনিধি দলের আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদী তিনি।