আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।
তালেবান নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে চলা বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বিক্ষোভকারীরা নারী অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আরও বৃহত্তর স্বাধীনতার দাবি তোলেন। গত বুধবার দেশটিতে যেকোন প্রকার জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিক্ষোভ বানচাল করতে, বৃহস্পতিবার রাজধানী কাবুলে সব টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেয় তালেবান। বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে যারা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার চর্চা করছে এবং যেসব সাংবাদিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছে, তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ ও বিনা বিচারে আটক অবিলম্বে বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।