আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা পুরোপুরি গুটিয়ে নেয়ার প্রস্তুতি প্রায় শেষ
- আপডেট সময় : ০১:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা পুরোপুরি গুটিয়ে নেয়ার প্রস্তুতি প্রায় শেষ। তালেবানের হামলা বেড়ে যাওয়ায় দেশটি আরেকটি গৃহযুদ্ধের দিকে ঝুঁকে পড়ছে বলে মত বিশ্লেষকদের।
ফলে আফগানরা এখন অনিশ্চিত ভবিষ্যৎ আর ভয়ংকর পরিস্থিতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রত্যাহার করে নেয়ায় আফগানিস্তানে নিরাপত্তা–সংকট আরও নাজুক হয়ে উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে অনেকটা চুপিসারে ঘাঁটি ছেড়ে গেছে মার্কিন সেনারা। ফলে আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে অরক্ষিত। তালেবান যোদ্ধারা পুরোপুরি সামরিক বিজয়ের দিকে মনোনিবেশ করেছে এবং প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটানোর চেষ্টা চালাচ্ছে। নতুন করে বেশ কিছু জেলাও দখলের দাবি করেছে তালেবান। তবে দেশটির প্রধান প্রধান শহর এখনো আফগান নিরাপত্তা বাহিনীর দখলে। পরিস্থিতি বেগতিক দেখে দেশটির সরকার বেসামরিক নাগরিকদের প্রতি তালেবানের বিরুদ্ধে সশস্ত্র মিলিশিয়া বাহিনী গঠনের আহ্বান জানিয়েছে। বিদেশি নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এই কৌশল সুদক্ষ নেতৃত্বে, সুসংগঠিত উপায়ে এবং সুনিয়ন্ত্রিতভাবে না হলে বিষয়টি বুমেরাং হতে পারে।