আফগানিস্তানে হেরাত শহরের একটি মসজিদে আত্মঘাতী হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত শহরের একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির ক্ষমতাসীন তালেবানের খ্যাতিমান এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। জুমার নামাজের সময় হেরাত শহরের গুজারগাহ মসজিদে ওই হামলার
ঘটনা ঘটে।
হেরাত পুলিশের মুখপাত্র বলেন, এ সময় কয়েকজন গার্ডসহ তালেবান ধর্মীয় নেতা মুজিব রহমান আনসারি ও কয়েকজন বেসামরিক নাগরিকসহ ১৫জন নিহত হয়েছেন। এছাড়া আহত হন আরও অন্তত ২১ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।সেই সঙ্গে হামলার নেপথ্য দুর্বৃত্তদের কঠোর শাস্তি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। ক্ষমতাগ্রহণের প্রথম বার্ষিকী পালন করেছে তালেবান সরকার। এর দুদিন পরই আত্মঘাতী হামলা চালানো হলো। তবে তাৎক্ষণিক কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।