আবহাওয়ার পরিবর্তনের কারণে কুড়িগ্রামে বেড়েছে ডায়রিয়ার রোগী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আবহাওয়ার পরিবর্তনের কারণে কুড়িগ্রামে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ৩ মাস ধরে গড়ে প্রতিদিনই প্রায় ৩০ জনের উপরে রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। শিশু ওয়ার্ডে বেড়েছে নিউমোনিয়া রোগের সংখ্যাও। হাসপাতাল সুত্র জানায়, প্রতিদিনই প্রায় ৩০ জনের উপরে রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। হাসপাতালের নির্ধারিত বেডের বিপরীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের ফলে ডায়রিয়া জনিত রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়েছে। এ বিষয়ে শিশুদের অভিভাবকদের সচেতন থাকার পরামর্শও চিকিৎসকরা। পচা ও বাসী খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে বলেছেন তারা। বিশুদ্ধ পানি পানের ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা।