আবারও কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে
- আপডেট সময় : ০২:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আবারও কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। এক রাতের ব্যবধানে কেজিতে মরিচের দাম বেড়েছে ২২০ থেকে ২৮০ টাকা। এর আগে কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা জনগণকে স্বস্তি দিতে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। পাশাপাশি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যে কারণে কমেছিল মরিচের দাম।
সকালে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, বিক্রেতারা ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম হাঁকাচ্ছেন ১২০ টাকা। সে হিসেবে এক কেজি কাঁচা মরিচের দাম পড়ে ৪৮০ টাকা। অথচ সোম ও মঙ্গলবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৬০ টাকা কেজি। বাজারে আসা ক্রেতারা বলেন, পেঁয়াজের পর কাঁচা মরিচ নিয়ে একটা তামাশা চলছে। তা না হলে একদিনের ব্যবধানে মরিচের দাম কিভাবে ২০০ টাকা থেকে ৫০০ টাকা হয়? ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। যারা বাজার অস্থিতিশীল করছে, সরকারের পক্ষ থেকে এসব অসাধু চক্রকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।