আবারও বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
- আপডেট সময় : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে হ্যাটট্রিক শিরোপা জিতলো অস্কার ব্রুজনের দল। দশ জনের দল নিয়ে ইয়োলো আর্মিদের ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
জিতলে নিশ্চিত বিপিএলের হ্যাটট্রিক শিরোপা। হারলে অপেক্ষায় থাকতে হবে পরবর্তী ম্যাচের। এমন সমীকরণ নিয়ে সাইফ স্পোর্টিং মুখোমুখি বসুন্ধরা কিংসের। শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে মুন্সিগঞ্জে স্বয়ং উপস্থিত জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
ল্যান্ডমার্কের ম্যাচে অবশ্য শুরুতে চাপে অস্কার ব্রুজনের দল। বিশ মিনিট কিংস রক্ষণের পরীক্ষা নেয় সাইফ স্পোর্টিং। ১৭ মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের মান বাঁচান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। গোল বঞ্চিত ইয়োলো আর্মিরা।
ধকল কাটিয়ে আক্রমণে বসুন্ধরা, মতিন মিয়ার বাজিমাত। ২৮ মিনিটে হ্যাটট্রিক শিরোপা জয়ের আরও কাছে অস্কার ব্রুজনের দল।
তবে, খানিক বাদেই শোকে রূপ নেয়ে বসুন্ধরার উৎসব। ৩৭ মিনিটে ইয়াসিন আরাফাতের লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
সুযোগ কাজে লাগাতে পারেনি ইয়োলো আর্মিরা। প্রথমার্ধ তো বটেই দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি সাইফ। বৃথা গেছে জামাল ভূইয়াদের একের পর এক চেস্টা।
উল্টো ৮১ মিনিটে আরও এক গোল হজম করে সাইফ। স্বপ্ন পূরণের দিনে বসুন্ধরার ব্যবধান বাড়ান সুপার সাব বিপলু আহমেদ।
শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি সাইফ। ১০ জনের দল নিয়েও হ্যাটট্রিক শিরোপার উল্লাসে মাতে বসুন্ধরা কিংস।