আবারও বেড়েছে ডিমের দাম
- আপডেট সময় : ০৪:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আবারও বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন এখন ১৩০ টাকা। বরাবরের মত উর্ধ্বমুখি মাছ, মুরগির দাম। সরবরাহ ব্যাপক থাকায় কিছুটা কমেছে সবজির দর। এদিকে ওএমএস এবং টিসিবির চাল বিক্রির প্রভাবে কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে চালের দাম।
এক সপ্তাহ আগে যে ডিম ডজনে বিক্রি হয়েছে ১২০ টাকা সপ্তাহ না ঘুরতেই তা বিক্রি হচ্ছে ১৩০ টাকা ডজন।
তবে কয়েকদিন আগে ২০০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচা মরিচের কেজি এখন ৪০ টাকা।
চাষ করা মাছের দাম আগের মত থাকলেও নদীর মাছের দাম চড়া। দেশি ছোট-মাঝারি এবং বড় মাছের কেজি ৮’শ থেকে ১ হাজার টাকা।
গরু ও খাসির মাংসের দাম অপিবর্তিত রয়েছে।
দ্রব্যমূল্যর চড়া দাম নিয়ে আগের মতই ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বারবার বাজার মনিটরের দাবি জানানো হলেও তেমন জোরালো কোন উদ্যোগ না নেয়ার বাজার নিয়ন্ত্রণে নেই বলে জানান সাধারণ মানুষ।
এদিকে ওএমএস এবং টিসিবির চাল বিক্রির প্রভাবে কিছুটা কমতে শুরু করেছে চালের দাম।