আবারও সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন এম বি সাইফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এম বি সাইফ। রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যকরী পরিষদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এতে গত কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এম বি সাইফসহ গত কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, সহ-সভাপতি রুহুল আমিন পুনরায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ২৪টি মনোনয়নপত্র জমা হয়। এর মধ্যে ১৬ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সুইমিং ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারের মনোনীত নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।