আবারও স্থগিত হলো ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
পরিস্থিতি বিবেচনায় আবারও স্থগিত হলো লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সমঝোতায় পৌঁছানোয়, পণ্ড হওয়া ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না।
গেলো বছর ৫ সেপ্টেম্বর সাও পাওলোয় বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ৬ মিনিট পরই স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ম্যাচটি থামিয়ে দেন। আর্জেন্টিনার চার খেলোয়াড় কোভিড প্রটোকল ভেঙেছেন বলে অভিযোগ আনেন তারা। ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। ওই ঘটনায় দুই দেশের ফুটবল সংস্থাকেই জরিমানা করে ফিফা। সেই সঙ্গে ম্যাচটি পুনরায় খেলতে হবে বলেও জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এতে আপত্তি তুলে দুই দেশই ফিফার আপিল কমিটিতে আবেদন করেছিলো। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলেও অবশেষে সে অবস্থান থেকে সরে এসেছে ফিফা।