আবারো অনাস্থা প্রস্তাবের মুখোমুখি পাকিস্তানের প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ইমরান খানের বিরুদ্ধে উত্থাপন করা অনাস্থা ভোট আজকের মতো আবারো শুরু হয়েছে। এর আগে সকাল সাড়ে দশটায় শুরু হলে দেড়ঘন্টার জন্য পার্লামেন্ট মুলতবি করেন স্পিকার আসাদ কায়সার। জাতীয় পরিষদের এই অধিবেশনে যোগ দেননি ইমরান খানসহ তার দলের বেশিরভাগ সদস্য।
জাতীয় পরিষদের বিরোধী নেতা ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। এসময় সুপ্রিম কোর্টের রায় মেনে ব্যবস্থা নিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি। এরপর বক্তব্য দেন সরকার দলীয় উপনেতা শাহ মাহমুদ কুরেশি। এরপরেই বিরোধী নেতারা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আহ্বান জানান। এমতাবস্থায় সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। স্পিকার জানান, বিদেশী ষড়যন্ত্র নিয়ে আলোচনা করতে চান তিনি। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদেশ দেয় শনিবার সকালে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করতে। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করতে হবে।