আবারো আইপিএলে করোনার হানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আবারো আইপিএলে করোনার হানা। মোস্তাফিজের দল- দিল্লি ক্যাপিটালস শিবিরে একজন ক্রিকেটার ও একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। খবর প্রকাশ হওয়ার পর, পুরো দলকেই রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।
দুজনই আছেন আইসোলেশনে। দিল্লির ম্যাচ খেলতে সোমবার পুনেতে যাওয়ার কথা ছিল পুরো দলের। তবে আপাতত যাওয়া হচ্ছে না। নতুন করে সব খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবার করা হবে করোনা টেস্ট। এর আগে দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করানা আক্রান্ত হয়েছিলেন। তা সত্ত্বেও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলে দিল্লি। খেলা হলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দিল্লির বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যাতে তারা প্রতিপক্ষ দলের কোনো সদস্যের সঙ্গে হ্যান্ডশেক না করেন।