আবারো উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি
- আপডেট সময় : ০১:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আবারো উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের এখন যে শারীরিক অবস্থা তাতে তার চিকিৎসা এদেশের সম্ভব নয়।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। দেশের বাইরে নিতে খালেদা জিয়াকে জামিন দেয়ার কথা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়াকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। একই সময়ে বিএনপি মহাসচিব বলেন,
ই-কমার্সের দুর্নীতি এবং লুটপাটের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন জড়িত। তাদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো করে তারা দেশের জনগণের পকেট শূন্য করে দিয়েছে। প্রতিটি ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে সরকার। ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি রঙিন স্বপ্ন দেখছে না, দুঃস্বপ্ন দেখছে আওয়ামী লীগ।