আবারো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে নির্বাচন কমিশন : রিজভী
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
সরকারের যোগসাজসে আবারো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে নির্বাচন কমিশন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টন সংবাদ সম্মেলনে তিনি, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে চারদিনের কর্মসূচি ঘোষণা করেন। পরে গুলশানে চেয়ারপার্সনের জন্মদিনের দোয়া মাহফিলে রিজভী বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থাকায় খালেদা জিয়াকে সরকার নতজানু করতে পারেনি।
রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেন।
পরে খালেদা জিয়া রোগমুক্তিসহ বিভিন্ন দাবিতে চারদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের গুলশানের বাসায় খালেদা জিয়ার ৭৮তম জন্মদিনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, সরকারে হাজারো নির্যাতন নিপীড়ন বিএনপি কর্মসূচিতে জনগণের বাঁধ ভাঙা উল্লাস ঠেকাতে পারছে না।