আবারো চিলির আপিল খারিজ করলো ফিফা
- আপডেট সময় : ০৪:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
আবারো চিলির আপিল খারিজ করলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফলে বিশ্বকাপ খেলতে আর কোন বাধা রইলো না ইকুয়েডরের।
খেলোয়াড়ের তথ্য জালিয়াতি করে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে ইকুয়েডর- বারবার এমন অভিযোগ করে আসছিল চিলি। চিলির করা অভিযোগ অনুযায়ী, ইকুয়েডরের খেলোয়ার কাস্তিলো মূলত কলম্বিয়ান নাগরিক এবং ইকুয়েডরের হয়ে খেলার জন্য যে শর্তপূরণ করতে হতো তা করা হয়নি। শুধু তাই নয়, দেশ বদলে ইকুয়েডরের হয়ে খেলার জন্য জন্মতারিখসহ আরও অনেক তথ্য জালিয়াতির জোরালো অভিযোগ করে আসছিল চিলি। তবে সেগুলো ভিত্তিহীন বলে প্রমানিত হয়েছে। রায় এলো ইকুয়েডরের পক্ষে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বায়রন কাস্তিলোকে বিশ্বকাপ বাছাইয়ে খেলানোর ব্যাপারে ইকুয়েডরের কোনো তথ্য জালিয়াতির প্রমাণ পায়নি তারা। যে কারণে নভেম্বরে হতে যাওয়া কাতার বিশ্বকাপ খেলতে আর কোনো বাধা নেই লাতিন অঞ্চলের দেশটির।