আবারো দু’টি মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নতুন বছরে আবারো দু’টি মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, চলতি বছর প্রথমবারের মতো দু’টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।ওই মিসাইল দু’টি কি ধরনের সে বিষয়ে কিছু জানাতে পারেনি তারা। তবে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র দু’টি নিক্ষেপ করা হয়েছে। এর আগে দীর্ঘ ১৮ মাসের বিরতির পর গেলো বছরের মে মাসে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। আর সবশেষ নভেম্বরে একটি মিসাইল উৎক্ষেপণ করে দেশটি। এবার বছরের শুরুতে, বিশ্বকে এক সতর্ক বার্তায় উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতা কিম জং উন কিম বলেন, ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্রের সাক্ষী হবে বিশ্ব।