আবারো হোঁচট খেয়েছে বার্সেলোনা
- আপডেট সময় : ০৭:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় আবারো হোঁচট খেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে মেসি বিহীন ম্যাচে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। পেনাল্ট মিসে খলনায়ক বার্সা ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট। এদিকে, ইংলিশ লিগ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ১-০ গোলে উলভারহাম্পটনকে হারিয়েছে রেডডেভিলরা। একই ব্যবধানে গানারদের জয় ব্রাইটনের বিপক্ষে।.
ইনজুরির কারনে নেই লিওনেল মেসি। যে সুযোগে কিছু একটা করে দেখাতেই উন্মুখ ছিলেন মার্টিন ব্রাথওয়েট। কিন্তু শেষ পর্যন্ত যা করলেন, তাতেই কপাল পুড়লো বার্সেলোনার।
ন্যু ক্যাম্পে শুরুতেই পেনাল্টি পেয়েছিলো বার্সা। তবে মেসির গুরু দায়িত্ব কাঁধে নিতে ব্যর্থ ব্রাথওয়েট। গোলের সুবর্ণ সুযোগ দুর্ভাগ্যে নাকি অবজ্ঞায় হারালেন তা তিনিই জানেন।
দ্বিতীয় প্রচেষ্টায় অবশ্য বল জালে জড়াতে পেরেছিলেন ব্রাথওয়েট। তবে ড্যানিশ ফরোয়ার্ডের উদযাপনটা থামিয়ে দেন রেফারি। দীর্ঘ পর্যবেক্ষণের পর অফ সাইডের কারনে বাতিল হয় গোল।
তবে বিরতির পর কোন ভুল করেনি এইবার। ডিফেন্ডার আর রোহোর ভুলে ৫৭ মিনিটে কাতালানদের স্তব্ধ করে দেন কিকে গার্সিয়া।
যদিও সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এইবার। ৬৭ মিনিটে বার্সার মান বাঁচান ওসমান দেম্বেলে।
এদিকে, ইংলিশ লিগে শেষ মুহুর্তের গোলে উলভারহাম্পটনের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইনজুরি টাইমের শেষ মিনিটে রেড ডেভিলদের ত্রাতা হয়ে আসেন মার্কাস রাশফোর্ড।
এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে এলো রেডডেভিলরা।