আবার বাড়ছে গরম
- আপডেট সময় : ০১:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৮৪২ বার পড়া হয়েছে
ঈদের আগের দিন থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর তাপমাত্রা কিঞ্চিৎ হ্রাস পেলেও আবার বাড়ছে গরম। চড়ছে তাপমাত্রার
পারদ। আবহাওয়াবিদরা বলছেন, দেশ জুড়ে নতুন করে দ্রুত দাবদাহের বিস্তার ঘটতে শুরু করেছে। গতকাল অকস্মাৎ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।
এর আগে উষ্ণতম মাস এপ্রিলের শুরু থেকে গরম পড়তে শুরু করে। গত শুক্রবার বহু কাঙ্ক্ষিত বৃষ্টিপাতে সিক্ত হয় রাজধানী ঢাকা। এর পরের দিনও বৃষ্টি হয়। তবে তা মাত্র ১ মিলিমিটার। গতকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়তে শুরু করে। দাবদাহের সঙ্গে দেশ জুড়ে বাড়ছে গরম। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, আগামী অন্তত তিন থেকে চার দিন তাপমাত্রা অব্যাহতভাবে বাড়তে পারে। এটা রাজধানীসহ দেশের অন্যত্রও বাড়বে। তবে আগে যে ৪২ ডিগ্রি ছাড়িয়ে প্রচণ্ড তাপপ্রবাহ সৃষ্টি হয়েছিল, তেমনটা হওয়ার সম্ভাবনা কম। মে মাসের শুরুতে বৃষ্টি হতে পারে টানা তিন থেকে চার দিন। রয়েছে ঘূর্ণিঝড়ের আশংকা।