আবার হাসপাতালে খালেদা জিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
আজ বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালে পৌঁছান তিনি।
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ারে নেওয়া হয়েছে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তিও রাখা হতে পারে তাকে তাকে।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে হৃদপিন্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।