আবাসিক এলাকা বা কৃষিজমিতে নয়, শিল্পাঞ্চলে কারখানা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আবাসিক এলাকা বা কৃষি জমিতে নয়, শিল্পাঞ্চলে কারখানা স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভাশেষে এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, একনেক সভায় ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সংবাদ সম্মেলনে অনুমোদিত ৪টি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় ব্যবসা ও শিল্প কারখানা স্থাপনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনার কথাও তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন প্রকল্প এবং একটি সংশোধিত প্রকল্প বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।