আব্দুলপুর রেলওয়ে জংশনে উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকান্ড ঘটেছে। আগুন নেভানোর দু’ঘন্টা পর, আবারও ট্রেনটি যাত্রা করে।
সকাল ১০টা ১০ মিনিটে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশ করে। ইঞ্জিন ঘুরিয়ে রাজশাহীমুখি করার সময় হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। পরে, রেলকর্মীরা ট্রেনে থাকা গ্যাসের সাহায্যে ধোঁয়া নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার আশঙ্কায় ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন না যাওয়া পর্যন্ত ট্রেনটি আব্দুলপুর স্টেশনে রাখা হয়। স্টেশন মাস্টার জানান, প্রায় দু’ঘণ্টা পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।