আমদানি পণ্যের দাম ভোক্তা পর্যায়ে আগামীতে নির্ধারণ করে দেয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
আমদানি পণ্যের দাম ভোক্তা পর্যায়ে আগামীতে নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীতে দ্রব্যমূল্য নিয়ে গোলটেবিল আলোচনায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, তবে যা আছে তা দিয়ে আগামী তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সেমিনারের অন্য বক্তারা বলেন, তথ্য ঘাটতির কারণে পণ্যের উৎপাদন, আমদানি ও মজুদের সঠিক হিসাব পাওয়া দুষ্কর।
রমজানের অস্থির বাজারে স্বস্তি ফেরাতে ঘাম ঝরছে বিভিন্ন মহলের। বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এর প্রভাব চোখে পড়ে না। এমন পরিস্থিতিতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দ্রব্যমূল্যে অস্থিরতা: উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিলের আয়োজন করা হয়। যেখানে বিশিষ্ট জনরা স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণসহ নানা পরামর্শ দেন। এসময় মুক্তবাজার অর্থনীতি কতটা উপযোগী এমন প্রশ্ন তুলেন সিপিডির এই বিশেষ ফেলো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একক মন্ত্রণালয় গঠন সময়ের দাবি। সভায় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, শুল্ক কর কমলে বাজেট ঘাটতির আশঙ্কা থাকে। আমদানি ব্যয় মেটাতে আগামী তিন মাসের রিজার্ভ পর্যাপ্ত রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বাড়ানোর দিকে মনোযোগী হতে। এসময় মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে নেই বলেও উল্লেখ করেন তিনি।