আমনের ভরা মৌসুমে ঝিনাইদহে দেখা দিয়েছে সার সংকট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫১২ বার পড়া হয়েছে
আমনের ভরা মৌসুমে ঝিনাইদহে দেখা দিয়েছে সার সংকট। ব্যাহত হচ্ছে আবাদ। ইউরিয়া, টিএসপিসহ অন্যান্য সার বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে কৃষক। তবে, সারের কোনো সংকট নেই বলে দাবি করছে, কৃষি বিভাগ। কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারি করছে তারা।
ঝিনাইদহের মাঠে মাঠে চলছে আমন ধান রোপনের কাজ। কিন্তু, এই ভরা মৌসুমে দেখা দিয়েছে সার সংকট।কৃষকের অভিযোগ, ডিলারের কাছে না পেয়ে বাজার থেকে চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছে অনেকে। এতে আবাদ ব্যাহত হওয়ার আশংকা করছে তারা।
চাহিদা অনুযায়ী বরাদ্দ কম হওয়ায় সংকট দেখা দিয়েছে বলে জানান ডিলাররা। তবে, সারের কোনো সংকট নেই বলে দাবি করছে, কৃষি বিভাগ। জেলায় এবার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ চার হাজার ১১৫ হেক্টর জমি। এতে, সারের চাহিদা রয়েছে ৪৮ হাজার মেট্টিক টন।